Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিভিল সার্জনের কার্যালয,রংপুর।
বিস্তারিত

পাতা

সিটিজেন চার্টার

 

১।  মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা করা ।

২।  শিশু রোগের সমন্নিত চিকিৎসা সেবা ।

৩। পুষ্টি শিক্ষা ও সম্পুরক মাইক্রো-নিউট্রিয়েন্ট প্রদান ।

৪।  সদ্য প্রসূতী মা, মারাত্মক পুষ্টিহীন ও দীর্ঘমেয়াদী ডায়রিয়া এবং হামে আক্রান্ত শিশুদের ভিটামিন "এ" ক্যাপসুল প্রদান ।

৫।  সাধারণ রোগ ও জখমের চিকিৎসা প্রদান ।

৬।  বয়স্কদের লক্ষণ ভেদে চিকিৎসা ও পরামর্শ প্রদান ।

৭।  স্বাস্থ্য  শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ।

৮। পর্যাপ্ত নিরাপদ পানি পান ও পয়নিস্কাশন ব্যবস্থাসহ পরিবেশের উন্নয়ন এর জন্য পরামর্শ প্রদান ।

৯।  প্রধান সংক্রামক রোগ সমুহের বিরুদ্ধে টিকার ব্যবস্থা গ্রহন ।

১০।  আন্চলিক এন্ডেমিক রোগ সমুহের নিবারণ ও নিয়ন্ত্রন ।

১১।  অত্যাবশ্যকীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা গ্রহন ।

১২।  ভেজাল খাদ্য নিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়ন ।

১৩।  কৃমি নিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়ন ।

১৪।  যক্ষা এবং কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়ন ।

১৫।  ডায়রিযা নিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়ন ।

১৬।  জরুরী প্রসূতী সেবা নিশ্চিত করন ।

১৭।  প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী দেখা দিলে সমন্নিত ভাবে মোকাবেলা করা ।